AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে ৩৩ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১০:৩৪ এএম, ৩১ জুলাই, ২০২৫

লৌহজংয়ে ৩৩ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন।

মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শরীফ মো. মোর্তজা আহসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রধান, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউস হিলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, কৃতী শিক্ষার্থী আরিফা আক্তার, শিক্ষার্থী দীপা রানী দাসের বাবা শ্রী দীপক চন্দ্র দাস প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মোর্তজা আহসান জানান, সনদ ও ক্রেস্ট ছাড়াও ইতিপূর্বে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাউন্টে ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!