AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে আ’লীগ নেতার বিরুদ্ধে খাস জমির বাঁশ কেটে পাকা ঘর নির্মাণের অভিযোগ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৮:৪২ পিএম, ৩০ জুলাই, ২০২৫

তানোরে আ’লীগ নেতার বিরুদ্ধে খাস জমির বাঁশ কেটে পাকা ঘর নির্মাণের অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলার চাঁদুড়িয়া ইউনিয়নে সরকারি খাস জায়গার ওপর থাকা বাঁশঝাড় কেটে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে চাঁদুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ হাসান বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তানোর ভূমি অফিস ও তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তানোর উপজেলার চাঁদুড়িয়া এলাকার আরাজী এক্তারপুর মৌজার জেল নং-১১৭, খতিয়ান নং-খাস-১, জমির পরিমাণ ০.৪৯৫০ একর। উক্ত সরকারি খাস জমি আরাজী এক্তারপুর (বারকুঠিয়া) গ্রামের মোঃ মুর্তুজা (৩৫), মোস্তফা (৪০) ও নজরুল ইসলাম আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁশঝাড়সহ জায়গা দখল করেন। তারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় এলাকার কেউ তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পাননি। খাস জমির ওপর থাকা বাঁশঝাড় কেটে বিক্রি করে দিয়ে জায়গাটি ফাঁকা করে পাকা ঘর নির্মাণ করেছেন তারা।

চাঁদুড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ হাসান বলেন, “ওই জায়গাটি সরকারি খাস সম্পত্তি। সেখানে প্রায় ৫০০টির মতো বাঁশ গাছ ছিল। মুর্তুজা, মোস্তফা ও নজরুল এই তিনজন মিলে বাঁশগুলো কেটে ফেলে পাকা ঘর নির্মাণ করেছেন। গ্রামের অসহায় ও গরীব পরিবারের কেউ মারা গেলে ওই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে তাদের দাফনের ব্যবস্থা করা হতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কিছুদিন আগে পর্যন্ত তারা পাকা ঘর নির্মাণ করছিল, আমি বাধা দিলেও তারা কাজ বন্ধ করেনি। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি খাস জমি উদ্ধারের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।”

কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেন, সেটা এখন দেখার বিষয়। অভিযুক্ত মুর্তুজা, মোস্তফা ও নজরুল দাবি করেছেন, ওই খাস জায়গার সঙ্গে তাদের নিজস্ব সম্পত্তি রয়েছে এবং তারা নিজেদের জায়গার ওপর ঘর নির্মাণ করেছেন।

চাঁদুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, “অভিযুক্ত ওই তিনজন আওয়ামী লীগের সমর্থক এবং নেতা। একসময় তারা যা ইচ্ছে তাই করেছে এলাকায়। ওই জায়গায় পাকা ঘর নির্মাণ করা সত্য।”

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, “অভিযোগ আমি এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!