নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের নেতৃত্বে এক বর্ণাঢ্য গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট ও বাজারে শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণে এক বিশাল শোডাউন হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং মান্দা আসনের এমপি পদপ্রার্থী খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব। তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন।
গণসংযোগ চলাকালে একাধিক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় প্রার্থীরা দেশ ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী দলের অঙ্গীকার তুলে ধরেন। তারা বলেন, “জনগণের অধিকার আদায়ে আমরা অঙ্গীকারাবদ্ধ। ইনশাআল্লাহ, ইসলাম ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা করবো।”
গণসংযোগে স্থানীয় জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, ঐক্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে