গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগেই শতাধিক দোকান নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন দখলদার ব্যবসায়ীরা।
বুধবার (৩০ জুলাই) সকালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযান টিম উপজেলার জিরোপয়েন্ট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালাতে গেলে এমন চিত্র দেখতে পান তারা।
হোটেল ব্যবসায়ী নাসির শেখ বলেন, “১৪ লাখ টাকা অগ্রিম দিয়ে ২০ বছর ধরে এখানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। এই উচ্ছেদে আমি নিঃস্ব হয়ে গেলাম। শুধু আমি নই, আমার মতো আরও অনেক ব্যবসায়ী এখন মারাত্মক ক্ষতির মুখে।”
মিষ্টির দোকানের মালিক দেলোয়ার শেখ বলেন, “প্রতি মাসে ১৪ হাজার টাকা পেতাম দোকান ভাড়া থেকে। এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। তারপরও সরকারি নির্দেশনা মেনে আমি নিজেই দোকানঘর সরিয়ে নিয়েছি।”
গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, “পশ্চিমপাড়া এলাকায় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা সরানোর জন্য গত ২৬ জুলাই মৌখিকভাবে জানানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী আজ উচ্ছেদ অভিযানে এসে দেখা যায়, বেশিরভাগ স্থাপনাই ব্যবসায়ীরা নিজেরাই সরিয়ে নিয়েছেন। বাকিগুলোর সরানোর কাজ চলছে।”
তিনি আরও বলেন, “সড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সড়কের আশপাশে যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি—মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না।”
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আমীরুল মোস্তফা। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ ও কোটালীপাড়া থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে