চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম কুলসুমা বেগম (৪০)।
বুধবার (৩০ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পলাতক রয়েছেন।
নিহত কুলসুমা বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা। স্বামী আজিজ মিয়া পেশায় নির্মাণ শ্রমিক। দুই বছর আগে পরিবারসহ চরপাথরঘাটার খোয়াজনগরের নুরুল আবছারের বাড়িতে ভাড়া ওঠেন তারা। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ চলত। ঘটনার দিনও ভোররাতে দু’জনের উচ্চস্বরে ঝগড়া হয়। পরে অন্য ভাড়াটিয়ারা কুলসুমাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরপাথরঘাটা পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত আজিজ মিয়াকে ধরতে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নারী অধিকারকর্মীরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। তারা বলেন, “ঘরোয়া সহিংসতা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজকেও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
একুশে সংবাদ/চ.প্র/এ.জে