ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল ওই গ্রামের সাবেক বিডিআর সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে বিকাশ ও কনফেকশনারির ব্যবসা করতেন। পাশাপাশি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখায় ফিল্ড অফিসার হিসেবেও কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় হলেও দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে কালিকচ্ছ মধ্যপাড়ায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে মোস্তফা কামাল বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে ৪-৫ জন ছিনতাইকারী ওঁৎ পেতে থেকে তাঁকে অতর্কিতে আক্রমণ করে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা ও মালামাল লুটে নেয়। পরে পথচারীরা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, “এই হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে