ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোড় নতুন বাজার এলাকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তার ওপর চারা গাছ রোপণ করে চলাচল সম্পূর্ণরূপে বিঘ্নিত করছেন স্থানীয় দুই ব্যক্তি—আশ্রাব আলী ও আক্কাছ আলী।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে আব্দুর রউফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রায় ৩০০ বছর ধরে চলাচলের জন্য ব্যবহৃত একমাত্র রাস্তাটি হঠাৎ করেই আকাশমণি গাছের চারা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগীসহ একাধিক পরিবার মারাত্মক দুর্ভোগে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি ছিল একমাত্র পথ, যেটি দিয়ে স্কুল, কলেজ, বাজার ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াত করা হতো। এখন বিকল্প কোনো রাস্তা না থাকায় শিশু ও বৃদ্ধরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে