গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বদিউজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অনেকে।
সভায় মাদকের ভয়াবহতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যানজট নিরসন, গরু চুরি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা—এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে