AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১:১৫ পিএম, ২৯ জুলাই, ২০২৫

জীবননগরে প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—এই স্লোগানকে সামনে রেখে কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সারা দেশের ন্যায় জীবননগর বাসস্ট্যান্ড মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, জীবননগর উপজেলা শাখা।

বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে আসছে। কিন্তু ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাই জারি করা পরিপত্রে ২০২৫ সাল থেকে কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তাদের ভাষ্যমতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রায় ৬ লাখ শিক্ষক ও ৭০ লাখ শিক্ষার্থীর আত্মমর্যাদার উপর আঘাত হেনেছে, যা চরম বৈষম্যের শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই—পরিপত্র বাতিল করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

তারা আরও বলেন, আমরা বৃত্তির আর্থিক সহায়তা নয়, বরং শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণার স্বার্থে পরীক্ষার সুযোগ চাই।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও হাসাদাহ শিশুকুঞ্জ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। সঞ্চালনা করেন প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন।

এসময় বক্তব্য রাখেন—উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন, আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাজিয়া আক্তার রেখা, রাখি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক খোকন বিশ্বাস, প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মাসুদ পারভেজ রানা, সানফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাসান, পেয়ারাতলা শিশু একাডেমির পরিচালক সোহেল, আন্দুলবাড়িয়া কলেজিয়েট প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সোহাগ, দেহাটি মেধাবিকাশ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক জাহিদুল ইসলাম, গোথলি আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ইমরান হোসেন, রায়পুর রোজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা মিতালী খাতুন এবং শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রাখি।

উপজেলার মোট ২২টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!