AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা



চরফ্যাশনে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলার চরফ্যাশন উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২০৯ নম্বর পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ প্রায় ৪০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার মধ্যে ছিল সাধারণ চিকিৎসার পাশাপাশি চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। অনেক রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা একাধিক রোগী জানান, “অর্থের অভাবে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি।” তাঁরা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা ক্যাম্প চলাকালে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াজেদ বলেন, “নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসাসেবা নয়—এটি একটি মানবিক প্রয়াস, যা মানুষের মনে আস্থা ও ভালোবাসা সৃষ্টি করে।”

চিকিৎসাসেবা শেষে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি পরামর্শমূলক সেশনও পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন স্থানে জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে। চরফ্যাশনে আয়োজিত এই চিকিৎসাসেবা সেই কর্মসূচিরই অংশ।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!