AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে জুলাই যোদ্ধাদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:৩০ পিএম, ২৮ জুলাই, ২০২৫

খাগড়াছড়িতে জুলাই যোদ্ধাদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সোমবার (২৮ জুলাই) জেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা। উদ্বোধনী সভায় তিনি বলেন, “ছাত্রদের সাহসী পদক্ষেপ ও অগ্রণীত্বের মাধ্যমে আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” এছাড়া তিনি জেলা স্বাস্থ্য বিভাগের সেবা দেওয়ার কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধনের পর অতিথিরা মেডিকেল ক্যাম্পের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, স্বাস্থ্য সেবায় নিয়োজিত সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং বিভিন্ন সেবাগ্রহীতা।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!