ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সকলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, “আমরা এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। এ ধরনের হৃদয়বিদারক ঘটনা যেন আর না ঘটে— সে জন্য আমরা সকলে একসঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে