AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দাখিল পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা



দাখিল পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর আলিম মাদ্রাসা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় আবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এ বছর মাদ্রাসাটি থেকে মোট ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এর মধ্যে ৩০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাস পেয়েছেন ২ জন, সাধারণ এ-প্লাস পেয়েছেন ১২ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। পাসের হার ৯৬.৭৭ শতাংশ। জেলার মধ্যে প্রতিষ্ঠানটি এবারও সাফল্যের শীর্ষে রয়েছে।

এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্তানের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন অভিভাবকরা।

মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে পাঠদানে বিশেষ যত্ন নেওয়া হয়। শিক্ষার্থীরা ফলাফলে ভালো করছে—এটি আমাদের জন্য আনন্দের। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

এ বিষয়ে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, “এই সাফল্যের পেছনে শিক্ষকদের নিষ্ঠা, আন্তরিকতা এবং পরিকল্পিত পাঠদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, বর্তমানে কালিকাপুর আলিম মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৩৪ জন। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জেলার শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/নও.প্র/এ.জে

Link copied!