প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (ওয়ামী)। রোববার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার জানায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না। অথচ দেশে প্রায় ৫০ হাজারের বেশি কিন্ডারগার্টেনসহ বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ১ কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে।
তাদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের ফলে লাখ লাখ শিক্ষার্থী শিক্ষা বৈষম্যের শিকার হবে। শুধু লক্ষ্মীপুর জেলাতেই প্রায় ৪৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সদর উপজেলাতেই রয়েছে ১৩৫টি প্রতিষ্ঠান।
তারা বলেন, এই সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়ামী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, রামগঞ্জ শাখার সভাপতি এমরান হোসেন, রায়পুর শাখার সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।
এ সময় জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে