ঝিনাইদহের কোটচাঁদপুরে এনজিওর কিস্তির টাকা পরিশোধ না হতেই চুরি হয়ে গেছে কৃষক মিন্টু মিয়ার গরু। শনিবার (২৬ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে কোটচাঁদপুরের গুড়পাড়া পুলিশ ফাঁড়ি এলাকায়।
ভুক্তভোগী মিন্টু মিয়া জানান, “আমার নিজস্ব কোনো আবাদি জমি নেই। তিন শতক জমির ওপর বসতঘর রয়েছে। বর্গা নিয়ে চাষাবাদ করি। ব্র্যাক এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে প্রথমে একটি গরু কিনেছিলাম। পরে কিস্তির টাকা শোধ করে আবারও নতুন করে ঋণ নিয়ে দুটি গরু কিনি। কিন্তু শনিবার গভীর রাতে আমার সেই তিনটি গরু চুরি হয়ে যায়। পরে একটি গরু ফিরে এলেও বাকি দুটি গরুর কোনো সন্ধান মেলেনি।”
তিনি আরও বলেন, “রাত আনুমানিক ২টার দিকে গরুদের খাবার দিয়ে ঘরে যাই। ৩০–৪০ মিনিট পর হঠাৎ ভেড়ার ডাক শুনে বের হয়ে দেখি, গোয়ালের তালা ঝুলছে, কিন্তু ভেতরে গরু নেই।”
মিন্টু মিয়া জানান, গরু চুরির বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে গুড়পাড়া পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
এ বিষয়ে কোটচাঁদপুর গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন বলেন, “খবর পেয়ে সেই রাতেই আমরা মিন্টু মিয়ার বাড়িতে যাই এবং তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করি। তিনি বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে