AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে নিহত ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৩:১৮ পিএম, ২৬ জুলাই, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে নিহত ১

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় টিকটক ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফনগর) গ্রামে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই গ্রামের জুনাব আলীর ছেলে মনির মিয়া বিভিন্ন ধরনের টিকটক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছিলেন। এ নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার চাচাতো ভাই, একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রুবেল মিয়ার (২৬) সঙ্গে মনিরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে মনির মিয়া এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে রুবেল ও তার আরেক চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গুরুতর আহত সুলতান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

একুশে সংবাদ/সু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!