AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাগরে নিম্নচাপের প্রভাবে পানিতে ভাসছে মোরেলগঞ্জ


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০১:০৩ পিএম, ২৬ জুলাই, ২০২৫

সাগরে নিম্নচাপের প্রভাবে পানিতে ভাসছে মোরেলগঞ্জ

বাগেরহাটের মোরেলগঞ্জে সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানি ও টানা বর্ষণে পৌরসভা ও আশপাশের গ্রামগুলো দিনে দুবার ডুবে যাচ্ছে। জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়দের দাবি—শহর রক্ষা বাঁধসহ সন্ন্যাসী থেকে ঘষিয়াখালী পর্যন্ত নদীতীরজুড়ে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুরুত্বপূর্ণ সড়ক। নদীর পাড়ঘেঁষা বহু ঘরবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকার অন্তত ২৫টি গ্রাম পানগুছি নদীর পানি এবং বৃষ্টির জলাবদ্ধতায় নিমজ্জিত রয়েছে। এর মধ্যে ফেরিঘাট সংলগ্ন পৌর শহর, বারইখালী ইউনিয়নের কাশ্মীর, শ্রেণীখালী, বলইবুনিয়ার ফুলহাতা, ঘষিয়াখালী, সদর ইউনিয়নের গাবতলা অন্যতম। খাউলিয়ার গাবতলায় সম্প্রতি নির্মিত আধা কিলোমিটার কার্পেটিং রাস্তা ধসে গেছে।

বারইখালীর ১০৯ নম্বর উত্তর সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৩ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ পুরোপুরি পানির নিচে চলে গেছে।
অবিরাম বৃষ্টিতে আমন ধানের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে খেয়াপাড়ার রোগী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পঞ্চকরনের দেবরাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রায় ১,২০০ মিটার অস্থায়ী বেড়িবাঁধও হুমকির মুখে রয়েছে। শহরের কাপুড়িয়া পট্টির কাঁচাবাজার, কলেজ রোড, কেজি স্কুল সড়ক ও উপজেলা প্রশাসনিক চত্বর পানিতে তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে।

১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোস্তাফিজুর রহমান নান্নু, বারইখালীর মো. বিপ্লব কাজী, ব্যবসায়ী রশিদ বেপারী, আল-আমিন শেখ, সাইফুল ইসলাম ও বৃদ্ধ জয়নাল আবেদীন বলেন,“জোয়ারের পানি দোকানে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টা বেচাকেনা বন্ধ থাকে। ক্রেতারাও দুর্ভোগে পড়েন। আমরা বহু বছর ধরে শুনে আসছি—বেড়িবাঁধ হবে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।”

এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন,“পানগুছি নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৬৫০ কোটি টাকার কাজে ইতোমধ্যে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া থেকে ফেরিঘাট পর্যন্ত ৪.৫ কিলোমিটার এবং শ্রেণীখালী এলাকায় ১.৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান। ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার মাধ্যমে ক্ষয়রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!