নওগাঁর মান্দায় পাথরবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাটের দক্ষিণে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিতে কাজ চলছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে