কুুড়িগ্রামের রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভুন্দুরচর এলাকায় সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তিরা হলেন-ভুন্দুরচর গ্রামের গোলাম শহিদের ছেলে-বুলু মিয়া (৬০) ফুলবাবু(৪৭) এবং আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪৫)। স্থানীয় সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহজামাল ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার দুপুরে ওই বিরোধপুর্ণ জমিতে শাহজামাল মিয়ার লোকজন সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। নিহত ব্যক্তিরা শাহজামাল মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত ব্যক্তিরা রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসা জন্য ভর্তি হয়।গুরুতর আহত ব্যক্তি আপেল মিয়া টেঁটাবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, এঘটনায় ৩ জন নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা প্রক্রিয়াধীন।এবং এলাাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্তি রয়েছে।
একুশে সংবাদ//র.ন