‘জুলাই গণঅভ্যুত্থানে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শেরপুরে তিন ছাত্র হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রকৃত খুনিদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের আসামি করে আদালতে চার্জশিট দাখিলের অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের থানা মোড়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সদস্য সচিব শাহানুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুরাদ তুহিন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, ‘জুলাই যোদ্ধা’ মো. আরিফ, মো. সজিব প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শেরপুর জেলায় তিনজন ছাত্র শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডে দায়েরকৃত তিনটি মামলায় পুলিশ যে চার্জশিট দাখিল করেছে, তাতে প্রকৃত কিছু আসামিকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে নিরীহ কৃষক-শ্রমিক ও ব্যবসায়ীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
তারা আরও বলেন, এই মিথ্যা চার্জশিট বাতিল করে প্রকৃত খুনিদের অন্তর্ভুক্ত এবং নিরীহ ব্যক্তিদের অব্যাহতির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে