চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুধকুমরা হাজী মাহবুব আলী সওদাগরের বাড়ির মো. ইউসুফ (৫৩), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কানু মিয়ার বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে আশরাফ জামান (৬০) এবং ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম গহিরা উঠান মাঝির বাড়ির মৃত আব্দুল মুনাফের ছেলে মমতাজ (৪২)।
আটক মমতাজ রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফের একান্ত সহকারী এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে