AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪



পত্নীতলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ৪

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া গ্রামের একটি ফসলি মাঠে এ ঘটনা ঘটে। নিহত স্বাধীন হোসেন ওই গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে। আহতরা হলেন—বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে কৃষক-কৃষাণীরা মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় স্বাধীন হোসেন একটি ট্রাক্টর দিয়ে হাল চাষে ব্যস্ত ছিলেন। সকাল ৯টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই পাশের একটি টিনের চালার ঘরে আশ্রয় নেন। এরপর সকাল ১০টার দিকে ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন হোসেন মারা যান। আহত হন আরও চারজন।

আহতদের দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল-আমিন হোসেন জানান, “স্বাধীন হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন আছেন।”

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, “বৃষ্টির সময় ঘরে আশ্রয় নেওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!