মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে চুরি হওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে।
পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ২২ জুলাই ভোরে উপজেলার উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা চোর সন্দেহে গাড়িটিকে ধাওয়া করলে তাতে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া গরুগুলো এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, “এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
