চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ, শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আজ বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি ছিলেন বিশ্বঅলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির আপন ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। ইতোমধ্যে তাঁর তিন ভাই ইন্তেকাল করেছেন। বর্তমানে তাঁর দুই ভাই—সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি ও সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারি জীবিত রয়েছেন।
তিনি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার। তরীক্বতের বিভিন্ন কার্যক্রম, আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি (ম.) মাইজভান্ডারী তরিকার একজন গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি গাউছুল আজম মাইজভান্ডারীর (ক.) আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারে নিবেদিত ছিলেন।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে