AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৫:৫৫ পিএম, ২৩ জুলাই, ২০২৫

বাজারের ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে, দুর্ভোগে মানুষ

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের ময়লা-আবর্জনা তিতাস নদীর পাড়ে ফেলা হচ্ছে। এতে নদী দূষিত হয়ে পড়েছে, আশপাশের পরিবেশও দুষিত হচ্ছে। জনদুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত।

সরেজমিনে দেখা গেছে, বাজার সংলগ্ন ভূরভূরিয়া, চরলহনিয়া খেয়াঘাট ও রামকৃষ্ণপুর লঞ্চঘাট এলাকায় রাস্তার পাশে, দোকানঘরের পেছনে, এমনকি নদীতীরেই ফেলা হচ্ছে হোটেল ও বাজারের ময়লা। এসব বর্জ্য পরিষ্কার না করায় তা নদীর পানিতে মিশে বিষাক্ত করে তুলছে।

স্থানীয় বাসিন্দা মো. শওকত আলী মোল্লা বলেন, একসময় নদীর পাড়ে লোকজন ঘুরতে আসত, এখন দুর্গন্ধে চলাচলই কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ী এমদাদুল হক বলেন, ময়লার কারণে দোকানে মশা-মাছি ঢুকে নানা রোগ ছড়াচ্ছে। নিষেধ করা হলেও কেউ শোনে না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, বাজারের জন্য নির্ধারিত ডাম্পিং এলাকা রয়েছে। তারপরও কেন নদীর পাড়ে ময়লা ফেলা হচ্ছে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!