মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
শ্রীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে জানানো হয় যে, ৯ জুলাই ২০২৫ তারিখে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা একজন মানসিক ভারসাম্যহীন পথচারীকে রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি ১৯ জুলাই রাত ৯টা ৫০ মিনিটে মারা যান। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
এদিকে মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) আঙুলের ছাপ সংগ্রহ করেছে। শ্রীনগর থানা পুলিশ জানায়, যদি কেউ মৃত ব্যক্তিকে চিনে থাকেন কিংবা তার পরিচয় সম্পর্কে তথ্য দিতে পারেন, তাহলে শ্রীনগর থানা, মুন্সীগঞ্জে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে