AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছয় মাসে সীমান্তে ১৯ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ



ছয় মাসে সীমান্তে ১৯ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন চলতি বছরের প্রথম ছয় মাস ২০ দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৩০৭ টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। এসব অভিযান পরিচালনা করেন ব্যাটালিয়নের অধীনস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মেজর মাসুদ হায়দার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত সীমান্তজুড়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণ, রুপা, অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৪৭৮ বোতল দেশি-বিদেশি মদ, ৩ হাজার ৭৬৪ বোতল ফেনসিডিল, ১৩৭ কেজি গাঁজা, ১১৬ পিস ইয়াবা, ১ কেজি কোকেন, ১.৮৫৫৫ কেজি হেরোইন, ১৮ হাজার ৭৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৭৮টি ভায়াগ্রা ও ২৭৯টি ইনজেকশন।

এছাড়া কসমেটিকস, পোশাক, পেঁয়াজ, পাটবীজ ও কীটনাশকসহ প্রায় ৩ কোটি ৯৩ লাখ ২২ হাজার ৯৯৪ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মাদকের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ ও রুপাও জব্দ করেছে বিজিবি। স্বর্ণের মধ্যে রয়েছে — ১৪ জানুয়ারি ২ কেজি ৯০০ গ্রাম, ২৭ ফেব্রুয়ারি ২ কেজি ৩৩৪.৫৫ গ্রাম, ৪ মার্চ ২ কেজি ৪১৭.১৯ গ্রাম, ২৭ মার্চ ৩ কেজি ৬.৯৫ গ্রাম এবং ১৪ মে ৭০৫.৫ গ্রাম। সব মিলিয়ে উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ দাঁড়ায় ১১ কেজি ৩৬৩.৭৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৯২৬ টাকা।

রুপার পরিমাণও কম নয়। ২১ ফেব্রুয়ারি ১৪ কেজি ৯৮৩ গ্রাম, ১৮ এপ্রিল ১২ কেজি ১৫০ গ্রাম এবং ৯ জুলাই ৯ কেজি— সব মিলিয়ে ৩৬ কেজি ১৩৩ গ্রাম রুপা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৮০ লাখ ৬০ হাজার ৩৮৭ টাকা।

এছাড়া যৌথ টাস্কফোর্সের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ৬টি অভিযানে কারেন্ট জাল, চায়না দোয়ারী জাল, ভারতীয় পেঁয়াজের বীজ এবং অবৈধ করাতকল থেকে কাঠসহ ১ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

চোরাচালানের পাশাপাশি সীমান্তে মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেও নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে ৪ জন এবং ভারতে অনুপ্রবেশের সময় ১০ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান রোধে সীমান্তে ছিল কঠোর নজরদারি। ফলে কোনো গরু বা কোরবানির চামড়া পাচারের ঘটনা ঘটেনি।

এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন করা ৬৭ জন বাংলাদেশিকে সীমান্তে আটক করে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি। এর মধ্যে ২৫ মে ১৯ জন, ২৭ মে ৩০ জন, ২০ জুন ১২ জন এবং ১৪ জুন ৬ জনকে ফেরত পাঠানো হয়।

এ সময়ে একটি ওয়ান শুটার গান ও দুটি গুলিও উদ্ধার করা হয়। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির কর্মকর্তা।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

Link copied!