গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা চালকের দুই কন্যা আহত হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
নিহত মাসুদ রানা (২৮) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে। আহতরা হলো নিহতের দুই মেয়ে—মাহি আক্তার (১২) ও মনিয়া আক্তার (৯)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহি আক্তার মাওনা চৌরাস্তা ন্যাশনাল মেরিট স্কুলের অষ্টম শ্রেণির এবং মনিয়া আক্তার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আটক কাভার্ড ভ্যানচালক হলেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে রমজান আলী (৩০)।
ওসি আইয়ুব আলী জানান, মাসুদ রানা তার দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রং সাইড দিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান এবং তার দুই মেয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে