ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রকল্পের আওতায় “জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের মতামত সভা” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভার আয়োজন ও পরিচালনা করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতেখাইরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড. মাসুমা আক্তার বীথি, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, নশিপুর, দিনাজপুর।
এছাড়াও বক্তব্য রাখেন—বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পঞ্চগড় অঞ্চলের সায়েন্টিফিক অফিসার ও প্রধান কৃষিবিদ মো. মাসুদ রানা, জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা কৃষিবিদ মো. আনিছুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাসিরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার আবুল বাসার, ইএসডিও-র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রকল্প ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম ও পিসি মো. কামরুল ইসলাম প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪ জন ইমাম, ১ জন পুরোহিত, হাইস্কুলের ৫ জন প্রধান শিক্ষক এবং ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মানবদেহে জিংকের উপকারিতা, ঘাটতির লক্ষণ এবং তা পূরণের উপায়সহ জিংকসমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং জিংক সমৃদ্ধ খাদ্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও জনসচেতনতা বাড়াতে নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দেন।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে