পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং যশোর জেলা শিক্ষা অফিসের আয়োজনে কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) স্থানীয় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর পৌর আমীর প্রভাষক জাকির হোসেন, কেশবপুর সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সুজন সভাপতি ও সাংবাদিক রুহুল কুদ্দুস এবং কৃতি শিক্ষার্থী তমা দত্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক অফিসার মোঃ তোরাব আলী এবং ওগড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু গণো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, দেশের প্রতি আমাদের সকলের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা লেখাপড়ায় যেমন কৃতিত্ব অর্জন করেছ, তেমনি ভবিষ্যতে দেশের কল্যাণেও কাজ করে প্রকৃত কৃতিত্ব অর্জন করতে হবে।”
একুশে সংবাদ/য.প্র/এ.জে