গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪ জনসহ মোট ৯০ জন উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আনিসুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ মোত্তালেব সরকার। বক্তব্য রাখেন আরও শিক্ষকবৃন্দ ও সংবর্ধিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাদের ‘লাল গালিচা সংবর্ধনা’ প্রদান করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৯০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ উত্তীর্ণের এ ফলাফলে শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক ও প্রতিষ্ঠানও গর্বিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে