নওগাঁর মান্দায় চলাচলের রাস্তা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ৩০টি পরিবারের। ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং মান্দা সদর ইউনিয়নের কালিকাপুর (উত্তরপাড়া) গ্রামে।
ভুক্তভোগী শামীম, শরিফ উদ্দিন, মানিক, আল-আমিন, ইয়ামিন, জোবেদা, জান্নাতুন, আঞ্জুয়ারা এবং শারীরিক প্রতিবন্ধী আইয়ুব আলী জানান, একসময় এ রাস্তা দিয়ে গরুর গাড়িও চলাচল করত। অথচ গত কয়েক মাস আগে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তাটিতে বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এতে প্রায় ৩০টি পরিবারের সদস্য, পথচারী, মসজিদের মুসল্লি, শিক্ষার্থী, প্রতিবন্ধী, অসুস্থ রোগী ও কৃষকদের ভোগান্তির শেষ নেই।
ভুক্তভোগীদের অনেকেই এখন কার্যত অবরুদ্ধ অবস্থায় বসবাস করছেন। তারা জানান, এ বিষয়ে একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তারা দ্রুত সমস্যা সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে