ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরাইলের কুট্টাপাড়া এলাকার একটি ব্যাগ ফ্যাক্টরিতে আশুগঞ্জ থেকে প্রতিদিন একটি বাস শ্রমিক পরিবহন করে। সোমবার সকালে শ্রমিক নিয়ে আসার সময় ফ্যাক্টরির কাছাকাছি এসে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জেলা সদর হাসপাতালে বর্তমানে ১৯ জন আহত রোগী ভর্তি আছেন। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে