আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে প্রচার মিছিল করেছে দলীয় নেতা-কর্মীরা।
রোববার (২০ জুলাই) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতারা বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।
সমাবেশে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন,
“দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একমাত্র বিএনপির হাতেই তা নিরাপদ। তাই দেশের মানুষকে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
একুশে সংবাদ/পা.প্র/এ.জে