গৌরীপুরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২০ জুলাই) বিকাল ৪টায় গৌরীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান, এডভোকেট নুরুল হক, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।
বক্তারা বলেন,“জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক ঐতিহাসিক প্রতিবাদ। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।”
তাঁরা আরও বলেন,“নুরে আলম, বিপ্লব, জুবায়েরসহ জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আমাদের এ আয়োজন। তাঁদের পরিবারের পাশে থেকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়।”
আলোচনা শেষে শহীদ নুরে আলম, বিপ্লব ও জুবায়েরের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি আন্দোলনে আহতদেরও সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সততার সঙ্গে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে