চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে বজ্রপাতে শ্রী রহিত সিংহ (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌকা পণ্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিত সিংহ ওই গ্রামের শ্রী রাজু সিংহের ছেলে এবং ৬৭ নম্বর চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, ক্লাস চলাকালীন রহিত প্রস্রাব করতে শ্রেণিকক্ষের বাইরে যায় এবং বিদ্যালয়ের সামনে একটি আমগাছের নিচে বজ্রপাতে আহত হয়। পরে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সেলিম রেজা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনাকষা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রাকিব।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “মনাকষায় বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আবেদন পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
