লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ ও রায়পুর উপজেলার ৩৫ জন সাংবাদিক এতে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে ‘প্রে ইনস্টিটিউট বাংলাদেশ (PIB)’। প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন PIB-এর সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষক রেদোয়ানুল ইসলামসহ অন্যান্য প্রশিক্ষকগণ মাল্টিমিডিয়া সাংবাদিকতার গুরুত্ব, চ্যালেঞ্জ ও উত্তরণ, সাংবাদিকতার ধরন, কৌশল, সোর্স ব্যবস্থাপনা, বস্তুনিষ্ঠতা এবং নীতিমালা নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেন।
১৮ জুলাই সকাল সাড়ে ৮টায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষ। বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।
২০ জুলাই (রবিবার) প্রশিক্ষণের সমাপনী দিনে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের।
রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাহমুদ ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পিআইবি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, সাংবাদিক মাসুদ রানা মনি (দৈনিক আমার দেশ), এম আর সুমন (দৈনিক দেশ রূপান্তর), ওমর ফারুক পাটোয়ারী (পল্লী নিউজ) এবং মাহাবুবুল আলম মিন্টু (দৈনিক আজকের পত্রিকা) প্রমুখ।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে