মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আশিকুর রহমান আশিক (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান কমলগঞ্জের শমশেরনগর এলাকার ঈগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন ও কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। তিনি পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশিকুর রহমান পিকআপ ভ্যানে মাছ নিয়ে শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার বিকেল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে