গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন বিএনপি’র নবনির্বাচিত কমিটির উদ্যোগে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে এবং নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কোমরপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর বাজার এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিল শেষে আন্ডারপাসের নিচে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নবনির্বাচিত সভাপতি মো: এনামুল হক, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম গাছু, সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান সেন্টু, নয়ন রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কটুক্তিকারীদের আমরা সমুচিত জবাব দেবো। দরবস্ত ইউনিয়ন কমিটির বিরুদ্ধে যারা মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন, তারা সবাই পতিত আওয়ামী লীগের দোসর। তারা কমিটিতে প্রবেশের চেষ্টায় ব্যর্থ হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং তাদের অপপ্রয়াস রোধ করতে হবে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে