গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর আজ রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে পুনরায় ১৪৪ ধারা কার্যকর করেছে জেলা প্রশাসন। এই নিষেধাজ্ঞা আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকছে এবং একাধিক ব্যক্তির একত্রে চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এখনো গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই (বুধবার) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় পাঁচজন প্রাণ হারান।
এ ঘটনার পরদিন সন্ধ্যা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন, যা পরে কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বলবৎ ছিল। তবে রোববার সকালে কারফিউ তুলে নিয়ে পুরো জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় আওয়ামী লীগের তিন হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে।
একুশে সংবাদ/চ.ট/এ.জে