AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার:মাহবুব আলম


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:২৫ পিএম, ১৯ জুলাই, ২০২৫

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার:মাহবুব আলম

আসন্ন জুলাই পদযাত্রা কর্মসূচিকে সামনে রেখে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিল, তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। দেশে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। বিচার বিভাগ থেকে শুরু করে কোথাও কোনো সংস্কার হয়নি। এখনো পর্যন্ত সরকার জুলাই সনদ ঘোষণা করেনি।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করেছি, আবার অনিয়মের প্রতিবাদও জানিয়েছি। কিন্তু যদি এই অবস্থার উন্নতি না হয়, তাহলে ভবিষ্যতে এনসিপির আন্দোলন আরও কঠোর হবে।”

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে মাহবুব আলম বলেন, “লক্ষ্মীপুরে আমাদের কর্মসূচিতে হামলা হবে—এমনটি আমরা আশা করি না। আমরা মনে করি, ফ্যাসিস্ট বিদায়ের পর এই অঞ্চলের মানুষ গণতন্ত্রকামী এবং তারা অভ্যুত্থানের অংশীদার। তাদেরও একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আছে। তারপরেও আমরা সতর্ক আছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক আরমান হোসেন, জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ, আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রাহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ২২ জুলাই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে আসছেন। এদিন বেলা ৩টায় তারা জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন এবং বিকেল ৪টায় দক্ষিণ স্টেশন থেকে শহীদ আফনান চত্বর পর্যন্ত পদযাত্রা করবেন। এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ রামগঞ্জে আরও একটি পথসভায় অংশ নেবেন।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Link copied!