AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই দশক পর পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:৪৭ পিএম, ১৯ জুলাই, ২০২৫

দুই দশক পর পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

দীর্ঘ দুই দশক পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান সরকার। কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল।

উপজেলা ও জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বর্ণাঢ্য রূপ লাভ করে। বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম বকুল, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলী ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল।

এছাড়া কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা কাউন্সিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর ইসলাম।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে পুনট ইউনিয়ন বিএনপির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন:

  • আনিছুর রহমান সরকার – সভাপতি

  • শাহীনুর ইসলাম – সাধারণ সম্পাদক

  • আব্দুল হান্নান – সাংগঠনিক সম্পাদক

প্রধান অতিথি গোলজার হোসেন বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করছি। বিগত ১৭ বছরে আমাদের নেতাকর্মীরা চরম দমন-পীড়নের শিকার হয়েছেন। আজকের এই কাউন্সিল আমাদের সাংগঠনিক প্রত্যাবর্তনের প্রতীক।"

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব বলেন, “কালাই উপজেলা বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি। পুনট ইউনিয়নের এই কাউন্সিল রাজনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ শুভ্র বলেন, "এই কাউন্সিল শুধুমাত্র কমিটি গঠনের আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল রাজনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর প্রক্রিয়া। নবগঠিত কমিটির সঙ্গে যুবদল ঘনিষ্ঠভাবে কাজ করবে।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দলের সাংগঠনিক চেতনার এই প্রকাশকে সাহসিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/জ.প্র/এ.জে

Link copied!