নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উকিল মোল্লাকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) রাতে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলার লুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি লুটিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উকিল মোল্লার বিরুদ্ধে লোহাগড়া থানায় নাশকতা, হত্যা ও অন্যান্য অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দিঘলিয়া ইউনিয়নে যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতেন।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি অভিযোগ করেন, বিগত সময়ে তিনি রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এতে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেতেন না।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "উকিল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
একুশে সংবাদ/ন.প্র/এ.জে