রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দৌলতদিয়ার পূর্বপাড়া পতিতাপল্লীর নাজমার গলির হক মণ্ডলের বাড়ির একটি ভাড়া কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া নারী মাদক ব্যবসায়ীর নাম ঝর্ণা বেগম (৩০)। তিনি ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া ইউনিয়নের মেছরদিয়া গ্রামের মৃত রুস্তম শেখের মেয়ে। বর্তমানে তিনি দৌলতদিয়া পূর্বপাড়ার পতিতাপল্লীর নাজমার গলির হক মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযান চলমান থাকবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

