AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে স্ত্রীকে তালাক দিয়ে মহাআনন্দে দুধ দিয়ে গোসল করলেন স্বামী



সাদুল্লাপুরে স্ত্রীকে তালাক দিয়ে মহাআনন্দে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে মহাআনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদয় মিয়া। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে এ ব্যতিক্রমধর্মী ঘটনাটি ঘটে। হৃদয় ওই গ্রামেরই বাসিন্দা।

তালাক কার্যকর হওয়ার পরপরই হৃদয় ও তার পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলে এলাকায় গীত গানের আসর বসিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাকে দুধ দিয়ে গোসল করান।

ঘটনাটি দেখতে ওই এলাকার নারী-পুরুষসহ সব বয়সী হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

এ নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন হৃদয় মিয়া। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা ধরনের কলহ লেগেই থাকত। এরই প্রেক্ষিতে উভয় পরিবারের আলোচনার মাধ্যমে বৃহস্পতিবার তালাক কার্যকর করা হয়। তালাকের সময় মোহরানার সম্পূর্ণ অর্থ রিয়ার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, “বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগেই ছিল। অনেক চেষ্টা করেও রিয়াকে পরিবর্তন করতে পারিনি। অবশেষে নিরুপায় হয়ে তালাক দিতে হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, “বিভিন্ন মাধ্যমে শুনেছি, হৃদয় তার স্ত্রীকে তালাক দিয়ে আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!