সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের সীমান্তঘেঁষা বাঙ্গালভিটা এলাকায় মধ্যনগর থানা পুলিশের অভিযানে জব্দকৃত অবৈধ মালের ৩০ কেজি ওজনের মোট ৪১ বস্তা ভারতীয় জিরা জব্দ করে মধ্যনগর থানা পুলিশ। ভারতীয় জিরাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করেছে।
জানা যায় শুক্রবার (১৮ জুলাই) দিনগত গভীর রাতে পাশ্ববর্তী টাঙ্গুয়ার হাওড়ে অভিযান চালানো হয়। চোরাচালানীরা ভারতীয় জিরা অবৈধভাবে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চিরুনী অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে নৌকাভর্তি জিরা জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জিরার বাজারমূল্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। চোরাকারবারিরা ভারতের সীমান্ত এলাকা থেকে এসব মসলা অবৈধভাবে পাচার করে বাংলাদেশে এনে সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ও জিরা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাঠের একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান জানান, টাঙ্গুয়ার হাওড়ের বাঙ্গালভিটা এলাকায় অভিযান চালিয়ে ৪১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। পলাতক চোরাকারবারিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে