AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে লোকালয়ে নেমে এসেছে হাতির পাল



বোয়ালখালীতে লোকালয়ে নেমে এসেছে হাতির পাল

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে নেমে এসেছে পাহাড়ি হাতির পাল । শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দক্ষিণে কড়লডেঙ্গা রাবার বাগান এলাকায় চারটি হাতি হঠাৎ করে বসতবাড়ির আশপাশে চলে আসে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। 

স্থানীয়রা জানান, হাতির উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী দল বেঁধে ধাওয়া করলে হাতিটি কাতাল শাহ মাজার হয়ে আবার পাহাড়ের দিকে ফিরে যায়। স্থানীয় গৃহবধূ মরিয়ম বেগম বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দিক দিয়ে হাতি নেমে আসছে। ছোট-বড় সবাই আতঙ্কে আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না।

এর আগের দিন, গত বৃহস্পতিবার রাতে আমুচিয়া গুচ্ছগ্রামে দুটি হাতির দল নেমে আসে। এতে রঞ্জিত নামের এক কৃষকের ৬ শতক বীজতলা ও মো. টিটু নামের আরেক কৃষকের ৮ শতক জমির আমনের চারাগাছ নষ্ট হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. শহীদুল ইসলাম বলেন, ‘প্রায় প্রতিদিনই পাহাড়ি হাতির দল গ্রামে চলে আসছে। ফসল নষ্ট করছে, বসতঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছি।

জানতে চাইলে  কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, ‘খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে আসছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। এলাকাবাসী বলছেন, বনবিভাগের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের জীবন ও ফসল দুটোই মারাত্মক ঝুঁকিতে পড়বে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!