AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৫:৪৫ পিএম, ১৮ জুলাই, ২০২৫

লৌহজংয়ে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন থেকে চুরি হওয়া একটি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইরফান মাদবর (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে বেজগাঁও ইউনিয়নের রায়হান ব্যাটারি হাউজ সংলগ্ন এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেফতার ইরফান মাদবর (ওরফে ভাণ্ডারী) উপজেলার বাঘের বাড়ি এলাকার মৃত জসিমউদ্দিন মাতব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম ও এএসআই মাহমুদুলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অটোরিকশা ও চোরাকারবারি ইরফান মাদবরকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার (১৮ জুলাই) সকালে তাকে মুন্সিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

লৌহজং থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই অটোসহ একজনকে গ্রেফতার করেছে। তিনি আরও জানান, এই চুরির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!