গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, হামলা ও প্রাণহানির পর জারিকৃত কারফিউর সময় আরও বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে নতুন করে এ নির্দেশনা জারি করা হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে, ১৬ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওইদিনের সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। এরপর রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত দ্বিতীয় দফায় কারফিউ বাড়ানো হয়। তিন ঘণ্টা বিরতির পর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ জারি করা হয়।
এদিকে, গোপালগঞ্জের ঘটনাগুলো তদন্তে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে এই কমিটির প্রধান করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব থাকবেন।
কমিটিকে সবদিক বিবেচনায় তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশ ইতোমধ্যে গোপালগঞ্জের ঘটনাবলি নিয়ে আলাদা বিবৃতি প্রকাশ করেছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে