গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াদুদ ইসলাম দুদুকে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে নলডাঙ্গা বাজারের মাছের আড়ৎ থেকে তাকে আটক করে।
আটককৃত ওয়াদুদ ইসলাম দুদু উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মৃত জেহার হালাইয়ের ছেলে। ডিবি পুলিশের ওসি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গাইবান্ধা সদর থানায় একটি মামলায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে